৪২৫)
ঠিক সকালে তৈরি ছিলাম বেরিয়ে যাব বলে
রিম ঝিম ঝিম স্নিগ্ধ ধারায় বৃষ্টি এলো চলে
রোজ নিয়মের হাঁটা পথে নামলো যখন ভাটি
আর কী করি জড়িয়ে ধরি নিজের বসত বাটি
খুলে দিলাম খোলা হওয়ার ফোঁকর যত ছিল
আকাশ তলের মেঘের জটায় মন উদাসী হল।
---------------------------------------
৪২৬)
সেদিন বাড়ি ফেরা না দেখে যতটা উদ্বিগ্ন আজ ততটা শিথিল
হিংসার দামামা মুছে গৃহ স্বামীর চোখে ভাসে শুধু গাংচিল
ধরা নেই কওয়া নেই তর্কের খাতিরে যেমনই নির্জীব!
-------------------------------------
৪২৭)
বলে ছিলাম এখনো হয়নি সময়
সে সময় কখনো আসতো কী না কে জানে?
অথচ যেভাবে নেমে এলো হঠাৎ বজ্র বিদ্যুৎ!
বিয়োজন ভার নিঃশব্দে বিদায়!পরান জ্বলিয়া যায়।
----------------------------------------
২১/৫/২৪-অবুঝ মন