434)
এই যে এতো আলো--এতো আয়োজন
তবু মানুষ এখনও তৃপ্ত নয়!
চোখের ক্ষুধার কি আসক্তি এমন?
আজ যে করছে উপকার--কাল সেখানে ভাঙন!
হে পথিক খুলে রাখো চোখ কান
পারলে একবার হয়ে তো দেখো শক্তের যম
ঠিক তুমি জানবে কেমনে চিনচিনে ব্যাথাটা উধাও--
--------------------------------------
435)
কাটিয়ে আসা প্রহর গুলো একলা পেলেই উঠছে জেগে
আগুন তেজের দীপ্ত শিখা ধুলোয় মেশে এমনি করে!
মন কেমনের জানলা গুলো বন্ধ করে খুঁজছি যখন শিখর চূড়া
দেখি চেয়ে যাচ্ছে উড়ে মেঘের বসত বাউল গানের দীপ্ত আলোয়।
-------------------------------------
436)
নিজ লাভ নিজ সুখ এই যদি চাওয়া হয়
জেনে রেখো জীবনেও কিছু তো হয় ক্ষয়
ওরা চায় সহজিয়া হয়ে দেখো একবার
তাহলে পাতা খসানোর নেই কোন দরকার
থাক যত চাহিদার ঝিলমিল ঘনঘোর আয়োজন
বাঁকা চোখ শান্ত মনে হয় পৃথিবীর এটুকুই প্রয়োজন।
------------------------------------
437)
হোক সে যত চতুর
যে জন বোঝে মানে
সেই জানে---
কিভাবে কাঙাল হয়েছে ফতুর।
এভাবে দূর্বৃত্ত কৌশল
ভাবছেন সব গেলো তার
কাউকে আটকাতে পারে কি কাঁটাতার?
সীমা নয়,হতে হয় অসীমে বিলীন।
-----------------------------------
-৯/৬/২৪-অবুঝ মন -