438)
ছিনালির সঙ্গম দৃশ্য
কামানোর হাতিয়ার এ যুগের
পাথরের কৌনিক সরোবর
টাল খায় এ নালার প্রভাবে‌।
---------------------------------------------
439)
কিছু নেই ভাবতে ভাবতে যেভাবে চরাচর একদিন নিঃশেষ হয়
সেপথে আহ্লাদী প্রীতি নিয়ে এভাবেও বেশ,বেশ ভালো থাকা যায়।

কে দিয়েছে গাল?কিংবা কে বা লেজে পা দিতে চায়?
মলিন তরঙ্গে ভাঙা আয়না সেই তো জড়ায়।

এবার ভাবো তুমি এখন দাঁড়িয়ে কোন সীমানায়?
আমাকে ডাকলেই বলবো--হয়ে হঠো "নির্মোহ আদিত্য পবিত্র সৌমসুন্দর"।
---------------------------------------------
440)
যা হওয়ার তো হয়েই গেছে বলার কী বা আছে?
বললেও কী হিসাব নিকাশ একটুখানি বাঁচে?
ফিফটি ফিফটি সেই যে প্রকাশ উড়ছে দেউল জুড়ে!
শুনে ও কি কবির বসত  দমকা হাওয়ায় নড়ে?
ধূপের গন্ধ যা পেয়েছি তাই নিয়েছি মেখে
পাহাড় প্রমান তৃষ্ণার্ত ঢেউ কে নিয়েছে ছেঁকে?
এই বিকেলেও ভালো লাগে খেলতে চু কিত কিত!
দিন যত যায় হচ্ছে প্রকাশ বিভাজনের ভিত।
-----------------------------------
-২৩/৭/২৪-অবুঝ মন -