৪১০)
ইশারা হলুদ হলে
মনে করো হৃদয়ের উচ্ছেদ পাকাপাকি প্রায়
এবার ভাবার সেখানে থামবে
না কী আরও কিছু রয়েছে চাওয়ার?
তবে আগুনে হানার ---
গুণাগার না হওয়াই শ্রেয় মনে হয়
চেয়ে দেখো এখনো এ আকাশ,
এ বাতাস কতটা স্বচ্ছ
মরু ঝড় হতে চেও না যেন।
--------------------------
৪১১)
সহ্যের সীমাটা কতদূর---
বুঝতে না বুঝতেই
ঝাঁ ঝাঁ রৌদ্রে টলমল মাথাটা
সময়ের চাক্ষুষ নমুনা!
ঢিপ ঢিপ বুকটা যেমন হয়
বলবার ভাষা নেই কোন আর
আমপোড়া সরবৎ ঢোক ঢোক
ঝিম ভাব কাটানো কিছুটা
আমি কি মানলে হয় সব?
মা আমার দূর্বল মানে না
দেখলাম সময়ের চাক্ষুষ নমুনা।
-----------------------------
৪১২)
প্রতিটি পাতায়
আমার রক্ত জলের দাগ লেগে থাক
কিছু বলবো না আর
তবু বলে যাই
বুনো হাঁস চিনে নিতে ভুল যেনো না হয়
কে জানতো বলো
দানবী মায়ায় ও নাক কান কাটা যায়?
------------------------
৪১৩)
তোর কি স্বপ্ন--ঠকানোর পরিধি বাড়িয়ে--
বেতাজ এক বাদশা সাহজাহান হয়ে উঠবার?
জাগরণ মঞ্চের নীতিহীন--দোটানা সামলে উঠলে-অঙ্ক বলছে সম্ভব
তবে যাই বল--চৌকাঠ ঠক ঠক নড়বে--ভুরি ভুরি নমুনা সামনে
বেসামাল গাড্ডা থাকছেই থাকছে,এবার ভেবে দেখো পথটা কতটা উজ্জ্বল?
-----------------------------
৪১৪)
ছিনালির সঙ্গম দৃশ্য কামানোর হাতিয়ার এ যুগের
পাহাড়ের কৌনিক সরোবর টাল খায় এ নালার প্রভাবে‌।
----------------------------
৩০/৩/২৪-অবুঝ মন -