401)
বললে হতো থেমে যাবে
আর এগোনো ঠিক নয়
মারতে হলো হাতুড়িটা আহত ডানায়!
এই তো এখন সরলতা
এই তো এখন আড্ডা
ছায়ার ভিতর উঠছে জেগে নানান রকম গাড্ডা।
--------------------------
402)
অন্ধের এ মোহ পুরনো জটিল এক
ঠোক্কর খায়নি কী বলবো?
তবু সুখ ভাবনায় কত পথ--
শপথের মোহনায় এ কী সব?
ঝোপঝাড় কাঁটা গাছ ভর্তি!
কী জানি উচাটন এ কেমন ?
হয়তো এভাবেই তুমি আজ নির্বাক দর্শক।
-----------------------------------
403)
এগিয়ে আসা গল্পে যেমন খানিক আগুন ছিলো
পালিয়ে যাওয়া রাস্তা ধরে পাওনা কিছু হলো
গুছিয়ে নেওয়া নিজের মতো মন্দ তো নয় কাজ
তাই বলে বিকিয়ে যাবে নারীর যতো লাজ!
আজ যে পথে খেলা হলো পড়বে না তো খসে?
সময় কালে মাটির নিচে রথের চাকাই বসে।
---------------------------------------
404)
যেই না একটু স্পর্ধার বীজ ছাড়িয়ে গেলো
ওমনি পোড় খেকো উঠোনে লেগে গেলো আগুনের দাগ!
না আর কোন রাগ নয়,অভিমান যেটুকু যা
পোড়া মন শুষে নিলো তা!
বাকিটুকু শৃঙ্খল ভাঙলে সাজা কী যেন?
-------------------------------------------
-২২/২/২৪-অবুঝ মন -