441)
বন্দি পাখি হোক সে যতোই আকুল বিকুল ভিতর ঘরে দ্বন্ধ
সুযোগ পেলেই কালো বিড়াল রাস্তা কেটে কাটবে তোমার ছন্দ
কে চায় অমন বাসতে ভালো টুকরো কাঁচের আলো?
চরাচরে রোজ নিয়মে ভরসা রাখে এমন প্রদীপ জ্বালো।
--------------------------------
442)
যেচে এসে গায়ে পড়ে কথা বেচে যারা খায়
তারাও কী করে প্রশ্নের ঊর্ধ্বে এখনও থেকে যায়!
তুলসীর পাতা গুলো আর কত সইবে কাঁকরের গন্ধ?
যশ কী খুঁজবে সুশোভন পোশাকি ঢেঁকুরের ছন্দ?
মন্দের নাগপাশে বন্দি হতে নেই বুঝলে
ঝলসানো ঢোসা রোগ দূরে ঠিক সরবেই সরবে।
------------------------------------
-২২/৮/২৪-অবুঝ মন -