৪০৫)
আজকাল হারিয়ে যাওয়াটাই কোনো ব্যাপার নয়
ফিরে আসাটাই যত সাধনা
সুতরাং পরিযায়ী ভিড় এসবই নিত্য আকছার
অথচ কেউ তো বলে না আর
দেওয়ালটা ভেঙে ফেলে চলো দূরে--
আরও--দূরে--চল যাই
কুড়িয়ে নিতে চাই ঝলমলে উজ্জ্বল মোহনার জল
বাকিটা ঋতু বদল হলে ভাবা যাবে,হাতে তো রয়েছে সময়।
------------------------------
৪০৬)
কিভাবে ধর্মশালা উঠবে গড়ে?
যা কিছু দেখছি চোখে ধূলোর বহর!
কাঁটাতার বিছিয়ে রেখে কী যে মেলে?
মানুষের ধর্ম টুকু হজম করে।
অথচ সাঁঝের বাতি তুলসী তলে
এখনও উঠছে জ্বলে রোজ নিয়মে!
কী জানি কেমন করে--
পৃথিবীর হাল হকিকত বদলে গেলো?
-----------------------------------
৪০৭)
যখনই আমি নেই ভাবছি
আর কোনো খানে
তখনই মনটা টানে
নিয়ে চলে মাঝ দরিয়ায়!
আর কি ফেরা কভু যায়?
এ বাতাস,এ শহর আমাকে জড়ায়
আমিও মনে করি এ আমার দায়
হোক যত কলিকাল,এ লড়াই থামবার নয়
শোধ করে চলে যাবো সব ঋণ ভার
মিঠা পাট পাত ভরে থাক শুধু এটুকুই চাই।
-------------------------------
৪০৮)
নদী ও হঠাৎ করে যেমন গতিহীন হয়
ভাবনা ও তেমনি থেকে থেকে থেমে যায়
কে জানে তবুও কিভাবে কবিতা হয়!
আহত পাখিটি ওই তো অদূরে ডানা ঝাপটায়
কোথা হতে ভেসে আসে হরিনীর চিৎকার?
পাহাড়ি ঝর্ণা হলেও কী গড়তে পারে স্বচ্ছ সরোবর?
জানি না কতটা ছুঁয়ে থাকে ঝরা পাতা ঝড়?
--------------------------------
৪০৯)
নামতে নামতে যদি খুলে যায় হাত পাতা স্বভাবের ঘর
কে জানে জালির ধরন কতটা সফল?
তবু ভালো--এ কথা কী বলতেই হয়!
প্রেম না কী কৌশলী চাল কোনটা ভীষন প্রিয় এই দুনিয়ায়?
যাই ঘটে থাক হাতেনাতে ফলাফল পেতে অসুবিধা নয়।
-------------------------------------
-১৫/৩/২৪-অবুঝ মন -