মাঞ্জা মেরে পাঞ্জা কষার নেইকো বালাই
যেমন তেমন হোক যেমনি ছ্যাংরা চোলাই
মুখ মুখোশের বিলীন রেখা দেখতে পাবে
মরচে ধরা দাগ গুলো সব মুছেই যাবে।

দেখছো কেমন শহর জুড়ে জ্বলছে বাতি?
ভাবছো কি তা ছেড়েই যাবে রাতারাতি?
জেনে রেখো হোক না যতোই আঁধার রাতি
এক জীবনের স্বতঃস্ফূর্ত বনস্পতি আমরা সাথি।

মনের কথা বলতে গেলে আসতে হবে
যতদিন সব এমনি করে মানুষ রবে।
---------------------------------
-১২/৫/২৪-অবুঝ মন-