"বলি হচ্ছেটা কী----"
কার কাছে জানা যায় ভিতরের কৌশল?
যদি ধরে নিই খ্যামটা ঘোমটা সব ঝুট
তবু তো কোনখানে রেহাত এর নাম নেই
তাই বলে ঢাক ঢোল পিটানো এ কেমন?
দুটো মুখ সমানে--চলবে কী সামনে?
বুঝা ভার কোনটা আলোকের যাত্রি
যেটা ঠিক সেটাও তো কম নয়!
হায় হায় সেখানে ও হারাকিরি হেরফের ফেরতের!
কারা ছিল গুনাগার এতোদিন?
চার হোক,পাঁচ হোক--সংখ্যাটা উজ্জ্বল
বিচারের রাস্তা হচ্ছে কী নির্মাণ?
গোলমাল গোলমাল পুরোটাই গোলমাল!
অন্ধের জামানত জমছে!
এ আগার এভাবে কতদিন ধুঁকবে?
হয়তো এরই নাম ক্ষমতা বাস্তব
ফোকাসের ধামাধর উৎসব বঙ্গে একসাথে হাঁটছে!
অনাচার অবিচার চলবে--না কী দড়ি ধরে মারো টান--
মুখরিত কলরব একদিন এই আওয়াজ সবখানে জাগবে?
যাই হোক আমিও একজন নাগরিক সাধারণ সুবিচার প্রার্থী।
--------------------------------------------
২৭/২/২৪-অবুঝ মন -