আমি তো রাজি
---------------------------------------
যদি কেউ শত্রু ভেবে নেয়
তবে বলবো জীবনের সরলরৈখিক পথ চলা এখনও অনেকটা বাকি
যদি কেউ খিল দিয়ে বসে থাকে একা একা
তবে বলবো একটু ভেবে দেখিস পথটা কী ঠিক?
যদি কেউ বন্ধু মনে করে এগোতে চায় বাকিটা পথ
তবে রাখবোই রাখবো এ জীবন বাজি
তবে হ্যাঁ যার যেটুকু প্রাপ্য,ব্যাস শুধু সেটুকু দিতে যেন একবারও ভুলিস না
এবার ভেবে দেখ কী করবি তুই?--আমি তো রাজি।
------------------------------------------
হৃদয়ের চলাচল
----------------------------------------
তোমার ওই বাঁকা ক্রুর হাসি দেখে বুঝেছিলাম
আমার কথা কতটুকু নিয়েছে কুড়িয়ে সাশ্রয়
চিরকুটের দিন অবসান বলে বুঝি এমনটাই হয়?
অথচ তোমার আগমনী গান রয়ে গেল নিশ্চিন্তে অধরায়!
বিপদ সীমার উপর দিয়ে বইছে যে জল
সেখানেই কী না শেষ পর্যন্ত এই কোলাহল!
সময় থাকতে যদি হতো আয়োজন
হয়তো বা সুচারু বন্দোবস্তে জেগে উঠত সাঁতারের ঘর
এরই নাম ফুরফুরে দক্ষিণা বাতাস--হৃদয়ের চলাচল।
------------------------------------------
-২/৬/২৩-অবুঝ মন -