ফিরাতে চেয়েছে কে?
যে শুধুই ভিজতে চেয়ে এতো কাল---
তাকে তুমি দিলে অপবাদ!
এর চেয়ে ভালো ছিলো না কি-
পাষাণের বুকে লেখা নাম?
যাক তবু মেরেকেটে ছড়ালে
গিঁটে গিঁটে বাত
চারিদিকে কী ভীষণ--
জ্বালাময়ী ফুলকির ফোয়ারা ছুটছে!
পুড়ছে পুড়ছে শরীরটা পুড়ছে
কেউ কোনদিনও জানবে না
বুকের গভীরে এ কেমন হয়েছে দাগ!
এ বার তুমি ভুলে যেতে পারো
সবুজ গাছের ছায়া,নীল আকাশের মায়া,
সাত সমুদ্র ঢেউ,--এ সবই নিরর্থক
আমি কে চিনতে পারছো?
মেঘ--কুয়াশা--ধূর--
আমি স্বপ্ন ঘাতক নই।
---------------------------------------
-৩০/৫/২৪-অবুঝ মন