নিজেকে আটকে রেখেও
মসনদে পড়ে ঢিল!
হোক যত সঞ্চয়
জমা করা তিল তিল
কজন বা দিতে জানে মূল্য--প্রকৃত চেয়ারের?
তবু তুমি ভাবছো
ওরাও ভালো চায় ফোয়ারার জোয়ারে!

ভোঁতা মন আজীবন নিঃস্ব
এটুকু তো মানবে
চলমান এ সময় রজগুণ তমসায় ভীষণই পূর্ণ!
কে জানে পাবে কী না-
ছিটেফোঁটা শান্তির আলো ঘোর?
সব দেখো বিলেতি কায়দায়
স্নায়বিক সুখ টুকু চাইছে।

ভর,বেগ জানতে জানতে দেখবে
ততদিনে তিলে তিলে সব শেষ
চারপাশে কিলবিল কাঁকড়া ভরে গেছে বুঝলে!
সেখানে কদিনের তুমি কে?
যদি পারো মানতে,জানবে
এর চেয়ে ভালো ওই কালো কালো ভিমরুল
চেয়ে দেখো কঙ্কাল পাঁজরের শৃঙ্খল--
ভরা ক্ষেতে কতশত দৌড়ায় ধূর্ত--!
সেখানে ধান ফোলা পোয়াতির
নতুনের গন্ধের মতো করে--
আমি নেই বললে কে মানছে?
---------------------------------------
২১/৬/২৪-অবুঝ মন -