রাখলে আমি থাকবো
নইলে চলে যাবো
কে বলেছে চিরকালই
বাঁধা পড়ে থাকবো?
এই দুনিয়া বিশাল বড়ো
ভিন্ন মতের খেলা
হতেও পারে চেটে চটি
কেউ কারোরই চেলা।
অন্ধ হতে পারবো না ভাই
বলতে পারো মন্দ
দেখছি যত মিলছে ততোই
ধূলো কাঁকর দ্বন্দ্ব!
যা ঘটে যাক চলার পথে
থাকবে লড়াই জারি
সাদা হলে সাদা কালো হলে কালো
এটাই বলতে পারি।
-------------------------------------
৪/৬/২৪-অবুঝ মন -