থাকে না কী কিন্তু-যদি ?
দেখছো কেমন পিয়াস নদী
বইতে দিন সমান্তরালে
সাম্য শিবির আস্তানা নীড়।

একটুখানি নরম হলে
অন্তরালের দাঁড়ি,কমা--
যায় যে মুছে খুব সহজেই‌।

খুসবু হাওয়ার এটাই শিবির
বজায় থাকুক চিরকালীন
আর কী চাই এক জীবনে?

বৈতরণী পার হওয়াটা লক্ষ্য যখন
যাক মুছে যাক
মেঘ কালো রঙ মলীন ধূসর
ছড়ে যাওয়া আঁচড় গুলো।

"আমার ভারত মহান ভারত"
এর চেয়ে বেশি কোথায় পাবে?
মিষ্টি গন্ধ বাসুমতি
মুখরোচক হজমি গুলির--
হৃদয় ছোঁয়ার পরম হদিস।
-----------------------------------
শুভ সকাল -১০/৬/২৪-অবুঝ মন -