ঝরে যাওয়া পাতা গুলি বলে যায়
কতক্ষণ বেঁধে তুমি রাখতে?
দেখছো না সার দিয়ে সামনে
আরও--কত রয়েছে দাঁড়িয়ে!
চলমান প্রবাহ জানে ঠিক
কার বেশি প্রয়োজন সময়ে।
সুতরাং যাই কিছু হয়ে যাক,যাক না
হারানোর কিছু নেই এখানে
অদ্ভুত আঁধারে ডুবে গেছি ভাবলে--
চলবে কি আমাদের চরাচর?
ভগ্ন তটকে সারানোর লক্ষ্যে
চচ্চড় প্রত্যাশা পারদে
অবিচল থাকলে দেখবে
অদ্ভুত সব কিছু ঘটছে।
-------------------------------
-৫/৭/২৪-অবুঝ মন