সেদিন যখন চালিয়ে খেলে দরদাম টা হাঁকিয়ে নিলে
বুঝে ছিলুম নির্মমতা কত হলে এমন হিসেব হতে পারে!
এর চেয়ে ভালো নয় কী ফকির রাস্তায় যে ময়লা তোলে?
খেলা হবে এই কথাটি এতো ভালো ছুঁয়ে গেলো মনের ভিতর!
বাঁধন মূলের এ কোন নেশায় উঠছে মেতে বিশ্বজগত?
সহন,ক্ষমা শব্দমালায় ঘুনের বসত কেমন যেনো!
নাও কামিয়ে যেমন পারো ফাঁসের জালের নগ্ন স্রোতে
সময় কালে মিলে যাবে হিসেব নিকেষ কোনটা সঠিক।
---------------------------------------
২১/১/২৩-অবুঝ মন-