হয় না সময় যখন তখন যেমন করে হয়
জানি তোতা বন্দি হয়ে  একলা ঘরে রয়।

আধ খাওয়া এক চাঁদের কাছে এটাই বড় জ্বালা
বুঝবে কে ডা সত্য কঠিন নয় যে নকল খেলা।

তবু কত উঠছে ভেসে মেঘের আনাগোনা
ভাবছে সখি পরিযায়ী ফিনিক্স উঝোড় পানা!

এক দিন এক সকাল বেলায় হঠাৎ বৃষ্টি নামে
ভালোবাসার ভেজা স্নায়ু আঁটকে গেলো জ্যামে!

খাম খেয়ালি কুলীন ফুলের গন্ধ টুকু ভুলে
একলা আকাশ চাঁদকে বলে যাও সরে যাও দূরে
নিজের দুকান মুলে।
--------------------------------------
২১/১২/২৩-অবুঝ মন -