ভাবছি এবার লম্বা হবো
বলেই দেখি কিনছে মূলো যে যার ঘরে
সময় যতো এগিয়ে চলে এ কী দেখি!
এঁরা কারা--শামুক সেজে কাদার ভেতর ঘাপটি মেরে?

এরাই যদি বিষ খুঁজে পায় তালের শাঁসে
চামড়া গুলো কেমন পুরু বলতে পারেন?
এরাই আবার বিচার করার সেবক নদী ক্ষীরের কূলে !
পুকুর সে তো অনেক ছোট সমুদ্রকে নিচ্ছে শুষে চুটকি মেরে।

কেউ বা থাকে গারদ জুড়ে,দূর সীমানায় কেউ বা চলে--
ইচ্ছে মতো দুকান কেটে ভাষন বুলি বড়াই বেচে!
আসছে সময় বিদায় দিতে হও হুঁশিয়ার বলছি সবে।
-----------------------------------------
৬/৯/২৩-অবুঝ মন-