ঝরুক রক্ত,ঝরুক প্রাণ জিতে তো ছিলাম জিতবই আবার
করেছি ছলনা করছি ও তাই খায় খাক ওরা যত খুশি মার।
দেখছো কেমনে লুকাই ব্যথা বলছি কি কোন কথা?
যেখানেই যত যা খুশিই হোক আমি যে সবার মাথা!
দু চার আনা দিয়ে কিনেছি যাদের তারাও কত লড়ছে লড়াই
আমিও তো বেশ মজ মজলিসে দেব কি কখনো বাড়া ভাতে ছাই?
হয়তো তাদের কাজের ধরন একটু অন্যরকম
কান পেতে শোনো কী অপূর্ব বোমা আর বারুদের গর্জন!
না হয় একটু নরক হল এই "বাংলার মাটি বাংলার জল"
আমি তো বেশ খাচ্ছি সুখে রাজ সম্পদ যত ভোগের ফসল!
তবুও দেখো টালিতে থাকি একটুও সাদা নীল ছাড়িনি
চটিটাও বেশ বিকোচ্ছে দামে শুনছেও ওরা মুখ নিঃসৃত বানী!
কারো কী আছে? আরও--অজানা--আমি যে কত ধূর্ত শৃগাল?
যে বীচ পুতেছি মহীরূহ হয়ে দিবে আরওও--ফল এ এমন কৌশল
না হয় একটু বললো সবাই চোরের রানী,চোর ডাকাতের দল।


এখনো বুঝতে বাকি!কুরুক্ষেত্র কেন এত দরকার?
এখনো সমাজ ঠুলি পরে বসে স্বার্থের লালসায় জলসায়!
তাকিয়ে দেখো লাশগুলো কারো ভাই,কারো বোন,কারো সন্তান জনতা জনার্দন
ওরাও কি জানে?কেন বা ওদের বারে বারে দিতে হয় বলিদান?
কেন যে মানুষ স্বার্থের ভয়ে হয় পুরোপুরি অন্ধ?
চেয়ে দেখো নওজোয়ান দিকে দিকে ছড়ায়ে এই ভয়াবহ ভয়ানক দুর্গন্ধ!
এরপরেও বলবে আমায় তুমি তো ভালোই ছিলে বেকার চুলকানিটার কী দরকার!
এখনো কী দেখবে বসে নির্বাক চোখে ভাঙতার নবজোয়ার?
---------------------------------------------
-১০/৭/২৩-অবুঝ মন -