এখানেও শেষ নয়
--------------------------
কতকিছু ঘটছে প্রতিদিন
বেনিয়ম, অনিয়ম, নিপিড়ন--
প্রেম কই?রিক্ত-নিঃস্ব-শূন্য?
দরদাম কারবার দরবার
এগুলোই প্রয়োজন! লন্ডভন্ড দন্ড
শোষণের হাতিয়ার ভালো বেশ
এ কেমন সমাবেশ চাইছো?
আর্থিক অনটন--দৈণ্য প্রকাশনা ভালো কি?
জেনে দেখো ক্ষমাও জীবনের ধর্ম
এখানেও শেষ নয় সবটা
পারদের ওঠানামা থাকবেই
ফুসফুস সেলাইয়ের কারিগর
লড়াইটা চালিয়ে যেতে হয় অনিশেষ।
-----------------------------------
এখনও বর্তমান
-----------------
ভাবনা যে যার নিজের,চলাও একটুও ব্যতিক্রম না
জেনে বুঝে কেউ কেউ সোহাগের রাত বেচে--
কিনে ফেলে কতশত লাড্ডু ও মিহিদানা!
যদিও এখানেও শেষ নয়
শেষমেশ নগ্ন স্রোতের ভিড়ে হাত পাতা ছায়া শোক
উপঢৌকন স্যাঁতস্যাতে ন্যাকড়া জড়ানো সোনাগাছির উপরি পাওনা!
তুমি তো কোন ছার,হোক তা অবুঝ কিংবা সবুজ উদ্যান
একটুও জো নেই বুঝবার
লড়াইটা ছেড়ে দিয়েছো কী মরেছো
মেরুদন্ড শক্ত হয়ে দাঁড়াবার ফুসরোত পাবে না আর।
তবুও পথটা আসল,এখনও--সময় আছে ভাববার
মুছে দিয়ে মুখোশের ব্যবহার--তুমি কি ছেড়ে রেখে যেতে চাও কিছু উপহার?
তবেই জানবে সাদা না কালো কার জয়জয়কার খুব উজ্জ্বল।
-----------------------------------------
-২৩/১২/২৩-অবুঝ মন -