পথ খোলা পড়ে আছে জেনেও নির্বাক স্তব্ধতা ছুঁয়ে যায়!
কালো রঙ মেঘেদের এতো নয় দূর্জয় মনে হয়
পাপড়ি খোলবার কী ছিল প্রয়োজন কে জানে?
বিকেলের সব রোদ এক মুখি হতে পারে কখনো?
তুমি তো চেয়ে ছিলে একবার ফেরা হোক জীবনে
হাঁ,না অভ্যাস সেকেলে--ধরছো এখনও পুরোনো!
পাল তোলা নৌকা ভাসছে উঠবার ইচ্ছে স্বস্বাধীন
এক মুঠো এই রোদ ধরতে আমিও শপথের মোহনায় হাঁটছি ---
--------------------------------------------
৩১/১/২৪-অবুঝ মন-