দরজা দিয়ে খিল
চাইছো তুমি দেখতে এবার
আকাশ ঘন নীল!
পাবে কি আর দেখতে তুমি
উড়ছে কোথায় চিল?

হয়তো তুমি দেখেছো চোখে
মরু চড়ের বসত জুড়ে
ছোট একটি তিল।

এবার তুমি বলতে পারো
আয়না ঘেরা বসত বাটি
হলো তো সবটা মাটি।

অচল কোন যানে---
যেমন খুশি যেথায় থাকো
আর কোন দিন
তোমার মুখে নামটা যেন
শুনতে না পাই কানে।
-----------------------------------
১৪/৬/২৪-অবুঝ মন -