এইটুকু তো আছে
--------------------------------
কী জানি কোন টানে--মনটা নাই মানে!
ঘুমটা আমার গেলো চলে ঘুমপাড়ানির দেশে
হলোই হাঁকডাক কিন্তু সে তো জানে উড়ুৎ ফুড়ুৎ ফাঁক
এরপরেও ইমনরাগে হারিয়ে যেতে ইচ্ছে জাগে ?
কী আর করি-ফুলেশ্বরী সঙ্গিসাথী এইটুকু তো আছে।
---------------------------------
এই তো সময়
---------------------------------------
অনেক কিছু হওয়ার ছিলো পথের বাঁকে ঘুরে
হাওয়া ছিলো রঙও ছিলো নীলা গেলো ফিরে।
ধূসর জগত উঠলো ভেসে হঠাৎ নড়েচড়ে
এক পৃথিবী দুইটি শহর দূরের থেকে দূরে!
জানি এ ঢেউ ফেলনা নয় নিসঙ্গ এক তারা
খুশির ঝলক মেখে নিলো শুধুই গোলাপ চারা।
বলতে পারো আর কী হবে?এই তো সময় বেবাক স্রোতের--
--------------------------------------------
-৩০/৬/২৩-অবুঝ মন-