আশা করি ধার দেনা সবটাই হয়ে গেছে শোধ
এবার গুছিয়ে নেওয়ার পালা
ওপারের হারামজাদাটা মরলো কী বাঁচলো--
সে খবরে কাজ নেই আর
কারা যেন বলে থাকে পুঁজি চাই,পুঁজি চাই ব্যবসায়?
আরে না ধামাধার কৌশল একেবারে জমাটি বাজিমাত
চাকাটি ও ঘুরছে কতজন তা জানে?এতো সুখ সয়ে যদি কপালে
এর চেয়ে বেশি খুশি কে হবে?বাঁধনের জোড়া তার জ্বলছে
প্রত্যয় এরই নাম বেশ তো।মুখচোরা হলে তো এই হবে
ঘৃণা তে কে যেন মরেছে? বদনাম বিকোলো দামেতে!
বোকাটা চড়া সুদ সইবার নিলো ভার বেঘোরে বেখাবে।
----------------------------------------
২২/১/২৪-অবুঝ মন-