যুদ্ধে যে নেমেছে সেই জানে
ক্ষত স্থান কিভাবে শুকতে হয়
বাকি যারা দেখছে বুঝবে কী
কেন এতো হচ্ছে রাশি রাশি ব্যয়?

ভাবছে কত কিছু রয়েছে
তবু দেখো হা-ভাতের চল
জানে কি হ্যারিকেন ঝড় এলে
কিভাবে নৌকা করে টলমল?

এই তো সময়ের রুগ্ন হালচাল!
জানি না আর কত গিলবে শকুনের দল?
----------------------------------------
১৭/৩/২৪-অবুঝ মন -