এই তো সময়-২২
-------------------------------------
পবিত্রতা যতোই থাক তবু কিছুতেই দামে ছাড় নয়
এই যদি এ সময় হয়--তাহলে কতদূর এগোনো যায়?
অথচ চাঁদ আজও হাসে চোখ মেলে নিজের কবিতায়!
এই কী জীবন আর সম্পর্কের সুখ ছায়া জল?
বেহায়া তুমি শুধু তাগিদ খুঁজে মরলে,দেখলে না ধ্বংসের যতিচিহ্ন কোথায়!
জানি এরপরেও মিথুন রাশির চলবে প্রভাব--
--------------------------------------
স্থবীর বিবশ
--------------------------------------
ক্রমশঃ বিস্মৃতির অতলে ডুবে যাচ্ছে অস্থির নদী তট!
এতোটা সর্বশান্ত সত্যি কী হওয়া যায়?
নির্মেদ ঢেউ গুলো কিভাবে--কোথায় হারায়?
মনে হয় সম্পর্কের গভীরতার গল্প শোনানো মহাপাপ
যদি এভাবে ভালো থাকে থাক স্থবীর বিবশ
হয়তো একেই বলে "যে বাঁশি ভেঙে গেছে--"
ওই দেখো স্বপ্ন কুহকের অকাল প্রয়াণ!
এরপরেও হবে এতোটা সহজ?
------------------------------------
১৬/৬/২৩-অবুঝ মন -