কতকিছু চোখের সামনে ভাসছে?
অথচ যত তার কাছে যাচ্ছি তত তা দূরে সরে যাচ্ছে!
এখন সব যেন ঘন কুয়াশার মতো ঝাপসা অষ্পষ্ট শরীর!
এ কী সুগভীর চক্রান্ত?কে বা কারা পিছনে কলকাঠি নাড়ছে?
চাষি শব্দের খোঁজে হন্যে হয়ে ঘুরছে!
সত্যি কি আর কিছুই হবার নয়?
না কী পাখিটির ছল এখনও পরিপক্ক উঠোন খুঁড়তে ব্যস্ত?
যাই হোক আমি ইশতেহার হাতে নিয়ে বলছি
আমার কাব্য চাই কাব্য,শুধু আমার কাব্য
তা সে কামদুনি হোক কিংবা সন্দেশের পিঠে তৈরীর রাত্রি কালীন যুদ্ধের!
রাত দিন পর্দার সামনে,পিছনে ও---খুন হতে হচ্ছে
ভেসে যাচ্ছে পথ ভিজে উঠছে দশ হাত
ঘোষ বাবু বড় সাধু হয়ে উঠেছে আজ!চ্যানেল খুললেই শৈপ্লিক গন্ধ ছড়াচ্ছে বাতাসে---!
বেশ ভালো দামে বিকোচ্ছে চৌত্রিশ বছরের ভরাট গল্পের প্লট  ---!
এ আমরা চলেছি কোথায় কে জানে?
তবু বলতে শুনি এই নিন আমার শাড়ি,আমার শাঁখা এই নিন
আপনার পোশাক টা আমাকে দিন কর্মটা ক্ষমতার থেকে কতদূর একবার দেখতাম।
---------------------------------------------
২৪/২/২৪-অবুঝ মন -