চারিদিকে যেভাবে ছেয়ে গেছে মেকি মুখোশের রঙ
গাড্ডার প্রাচুর্য ভরা খানা খন্দ পিছল রাস্তা! কাল সংকট!
না কোন ভরসা,চুড়ান্ত অমানবিক দৃশ্য দূষণ
বলে কী না ভালো থাকবার সব টুকু দায় কারও একার নয়!
যদি তেমন কিছু হয় লেখা হবে আরও একবার লঙ্কাকান্ডের ইতিহাস
মুখ যার পুড়ে গেছে তার আর কী আছে হারাবার
কী অপূর্ব কপর্দক শূন্য ভাবের বিস্তার! বলতে পারেন এ কেমন ধর্ম রোসানল ?
ছিঃ ছিঃ বলবার ভাষা ও হারায়।
----------------------------------------
-১১/৩/২৪-অবুঝ মন-