এই তো সময়
------------------------------
একের পর এক গালগপ্প শুনে
পেট যদি যায় ফুলে
তবু সবাই ভেবো কত উঁচু বংশ হলে--
লোকে তবে চোর চোর চোর বলে!
হোক না যতোই কাঁচা বয়স
হাতটা গেছে পেকে
বলছে বলুক লোকে
ওসব কী আর ধোপে টেকে?
চলছে বাবু গড়গড়িয়ে
হাজার হাজার পাহারাদার রেখে।
----------------------------------
এটাই সত্যি
--------------------------------
কুচুটি বুদ্ধির অন্তর্জলী যাত্রা কী শুধু সময়ের অপেক্ষা?
হতে পারে তার এই মহড়ার শেষ পরিণতি বিষাক্ত ছোবল
জানি না যেখানে ক্রাইসিস আজ এতোটা সজোর
সেখানে চিত্তে কী করে জাগে রক্তগঙ্গার হিংসুটে স্নান?
এভাবে সত্যি কি পারে ওরা বিপ্লব দমিয়ে দিতে?
জেনে রাখা ভালো স্পার্টাকাসরা মরে না কখনো।
--------------------------------------
-১৫/৬/২৩-অবুঝ মন -