উৎকোচ,উৎকট বিভ্রম যেভাবে
দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে
সমভাবাপন্ন ভাবলেই
জ্বলজ্বলে চোখ গুলো চকচক করছে
অল্প সময়ে আখের যে যত হাতিয়ে নিতে পারে!
সংকট মানুষের,স্বার্থের অভিঘাত ধিন ধিন নাচছে
তুমি আমি---সমাজের কেউ আর বাদ নই!
একটু আঁতে ঘা লাগালেই
ক্ষুদার্থ হাঙরের মতো সব করছে!
ফুলকির দাবানল ছুটছে!
বাঁধনে যেন কোন জোর নেই দেখছি
জাগ্ৰত রোষানল দাউ দাউ করে যেন--
গিলতে ক্রমশঃ এগিয়ে আসছে
যতখুশি বলে যাও কারো কোন দোষ নেই,দায় নেই
পরন্তু বেআব্রু মহিমা প্রকাশের জায়গা থাকছে!
চেনা ঘর,চেনা স্রোত হাহাকার রক্ত শূন্য মহারোগ কর্কট
"আমার খোলা হাওয়া লাগিয়ে প্রাণে আমি ডুবতে রাজি আছি-"
বলবার কেউ নেই কোথাও নেই
জানিনা এ কেমন নির্মম--
নিঠুর এক অচেনা সময়ের প্রস্তুতি পর্ব?
----------------------------------------
২৮/৪/২৪-অবুঝ মন -