বছর না হয় উনিশ কুড়ি পেরিয়ে এলে
ভাবছো কী জড়িয়ে যাবো দেখতে পেলে?
তার আগে তো জানতে হবে
আসছো কী না তুফান মেলে আগুন জ্বেলে।
আরে ধুত এসব কী উঠছে ভেসে উদাস মনে?
জেগে গেছে ধূসর রঙের মগ্নচড়া সেই যে কবে!
তবুও সাতকাহনের হিসাব শুনে
ঝরাপাতার স্থায়িত্বটা বুঝতে হবে?
যাত্রাপথে এবার তুমি বলতে পারো--
এসবেতে কী যায় আসে
রঙচটা রঙ ছড়িয়ে দিয়ে লাভ নেই আর শূন্য স্থানে
যা পেয়েছি কমটা কিসের-চলুক না হয় নিরবধি--
-----------------------------------------
৫/৮/২৩-অবুঝ মন -