ভাবছে যারা আর কী হবে ওসব করে
তাদের বলি
বড়াই বেচে কী পাওয়া যায়--
জানতে পারি?
ওইতো ওদের দৌড় গুলো--লুটায় ধুলোয়!
সত্যি কি তাই?
দোষের দোষী খুঁজতে গিয়ে--
নিজের পায়ে মারবো কুড়ুল আমরা সবাই!
এ আমাদের হকের দাবি
ছিনিয়ে নিতে চলছে লড়াই,চলবে লড়াই
"মরার আগে মরবো না আর মরবো না"
হোক না যতোই শক্ত ঘাঁটি জেনে রেখো পথটা খাঁটি।
--------------------------------------
২৩/৮/২৩-অবুঝ মন-