শাসক যখন শোষক রূপে
ধরবে চেপে গলা
বুঝবে সেদিন দানের গুঁতোয়
কাটছে কেমন বেলা?
এই দুনিয়ায় বসত জুড়ে
হাজার রকম অভাব
খিল দিয়ে কি আটকানো যায়
চোরের নিচু স্বভাব?
তুমি ও যেমন আমি ও তেমন
বলাটা খুব সোজা
চিল শকুনি ঘুরেফিরে
নকল গড়ের রাজা!
চুপটি করে এসব দেখে
কী জানি কোন সুখে ?
তবু দেখি একটা শ্রেনী
হাঁটছে চটি মুখে!
এমনি করে বছর বছর
হোক না যতোই চুরি
এদের কাছে রাজা রানী
দারুণ সোনা ঝুরি।
--------------------------------
৬/৬/২৪-অবুঝ মন -