লঙ্কাপোড়া,রুটিপোড়ায়
কাজ হবে কি কিছু?
সেই তো দেখি ধূর্ত শৃগাল
ছুটছে পিছু পিছু!
হুজুর সাহেব দেখছে মজা
ভীষণ আরাম করে
ভাবছে কী আর সিংহাসনটি
ঠক ঠকিয়ে নড়ে?
নাচন কোদন সব নয় যে
এসব কে না জানে
দাঁতের লড়াই করে কী আর
যায় কি ফেরা রানে?
সর্বোপরি বলছি এবার
ভাসছো ভাসো স্রোতের টানে
বাজার গরম হাওয়ায় ভাসার
থাকে যেন মানে।
বুঝতে কি আর থাকছে বাকি
কাঁপছে কেন গলার স্বর?
সবুর কর দেখতে পাবে
কেমনে ভাঙে নকল গড়।
-------------------------------------
৮/৪/২৪-অবুজ মন -