আগুন মাখবো বললে আগুন মাখা কি হয়--
স্রোতে ভাসবো বললেই কি স্রোতে ভাসা যায়--
কজন বা তীব্র যানজট ঝড় শুষে নিতে চায়?
ওই দেখো কত শত বরফের মতো জমে গেছে
শুধু একটু মায়াবী রঙের পরব ছোঁয়ার প্রতীক্ষায়।
অথচ দেখো এই নীলাকাশ মিথ্যা নয়,ওই বরফ চূড়াও তাই, সবুজ ঘাসের কত কত সমাহার! রয়েছে তাল,তমাল---
ঝিরিঝিরি বায়ু বয়।দিগন্ত জুড়ে পাখিরাও ডানা মেলে---
ভরা বসন্তে কোকিল,কাকাতুয়া--গায়ে গান।
তবু বলি রেখাগুলো আজো সুষ্পষ্ট,একটুও আকার বদলায়নি!
হয়তো তাই কথাও খেলনা হয়,
তুমি যতোই দেখ না কেন ঝিলমিল ঢেউ আর ঢেউ
পড়ে আছে সেই অবশিষ্ট ভাগ,বুকের গভীরের সুদীর্ঘ ক্ষত
এই তো জ্বর--ধীরে ধীরে আলো কমে আসে,জীবনের গল্পের ।
-------------------------------------
১৪/৩/২৩-অবুঝ মন-