খবর যখন অত্যাচারীর জ্বলন রোগের বীজ বপনে হাহাকারের বিষাদ যাপন চতুর্দিকে
আমরা তখন হলুদ রঙের ভিড়কে ঠেলে পাহাড় ঘেরা ঝর্ণাধারার নরম রোদে একটু দূরে স্নানের ঘাটে।

কেউ বলে না গুপ্তরোগের উঠোন কেমন ভিজছে দেখো
জানি কেউ বলবেও না চোরের আবার স্বভাব সুলভ
চলাচলের প্রদীপ  জ্বলা সহজ পাঠের সরল রেখা এটাই জীবন সবার হলে
জন্মাতো কী এতো এতো মেকি মুখোশ শাসক শোষক অসুর কূলের?

দাপাদাপি ঝঞ্ঝা ঝাপট লোডশেডিং এর দোকান ভুলে--
বিশ্ব মাঝে জীবন বোধের ভিতর থেকে সাদা চোখে হৃদ মাঝারে ফুলের ছোঁয়া লাগুক প্রাণে
এর চেয়ে বেশি আর কী মানে আছে কোথাও-- জীবন খাতার উঠোন জুড়ে?
--------------------------------------------
২৪/৯/২৩-অবুঝ মন -