আমায় ভালো লাগবে কী সবসময়?
এই তো শুরু এই তো ক্ষয়
কথাটিও মিথ্যা নয়।
কাটতে পারো জুড়তে পারো
সেও তো ইচ্ছে সুখ
তবু কি সবার আছে দেখার মুখ?
এক পৃথিবী দেখছি তো
কখন সাদা কখন কালো!
বলবে কে সব ভালো?
তাল মেলাও,তাল মেলাও--
দেখছে কে পাখির চোখ?
উঠলে ঢেউ বাঁধন জোড় টালমাটাল নৌকাটা।
তিক্ত স্বাদ ছিন্নমূল এ কেমন?
----------------------------------
৮/৪/২৪-অবুঝ মন -