যেখানেই থামবার সেখানেই থামলে
কাঁটাতার উজ্জ্বল হয় না কোনদিন।
তবু দেখি কত সব বেড়াজাল ভাঙছে!

মুখ ফুটে কেউ কী বলবে মেলে কি এসবে?
ঝাপটার দোটানায় হয়রানি হতে হয় সারাক্ষন
হয়তো অনেকেই অস্বীকার করবে।

বড়জোর কিছু না,ধূর ধূর--
এ কথা ও বলবে তোমাকে আমাকে
ভিতরে ভিতরে ভিত গুলো নড়ছে,নড়বে
একদিন দেখবে পলকেই সব শেষ।

কালো মেঘ ছেয়ে যায়,টর্নেডো বয়ে যায়
পাথরের চুপচাপ পড়ে থাকা অবধি --
--------------------------------------------
৩০/১/২৪-অবুঝ মন-