নাড়বো নাড়বো করে কতবার হয়েছে নির্বাক
শরীরের ভাঁজে ভাঁজে এতো গর্জণ লুকায়ে!
তুমি তো বলো বড় বেশি ভালবাসো ভালভাসো--
এই  কী সেই ঘন ঘোর দোটানার মোহনা?
কে জানে ডুবের ধরন কতটা সফল ? আঁচড়ে কামড়ে সুখ পাওয়া যায়!
যদি পলাশ হতো হয়তো খানিকটা রঙের মাঞ্জাকষা বুঝতে পারতো সহজে
কিন্তু ও চাঁদ যে এখন গভীর নাব্য প্রিয়।
-----------------------------------------
-১৪/৯/২৩-অবুঝ মন-