এ সময় এসে কোনখানে মেসে পরখটা সযত্নে তোলা থাক
রোদ পড়া বিকেলেও এ শহর নির্ঝর,শান্ত,নির্মল
এখানে ললনার ফাঁদে পড়া প্রলোভনের একটুও নেই ভয়
ভেবে নিতে দোষ নেই চরাচর বিশ্বের ভরা ওম অগণন বিশ্বাস স্মৃতিপট
আর কী হতে পারে জীবনের ক্ষয়?
এ হলো ছুঁয়ে থাকা চৌকাঠ পেরোনো মিষ্টি গন্ধের উজ্জ্বল সমাহার!
দেখো চেয়ে দর দাম হাঁকানো সোহাগের রাত কতটা ক্ষয়িষ্ণু?
কিছু কী হারিয়েছো ভাবছো?
মনে রেখো চাঁদের ওই ছোপ ছোপ দাগ জেনে বুঝে কারো ক্ষতি চায় নি এখনও---
---------------------------------------------
৭/১/২৪-অবুঝ মন-