আমার তখন শুভ লগন রেশ
ওর না কী রাগ হয়েছে বেশ!
খবর এলো একলা এসো চলে
আসবে ফিরে দু চার কথা বলে
জনা কয়েক বন্ধ ঘরের কোণে
আমি তখন বুঝিনি এর মানে
হয়নি তখন গল্প বলা শেষ
হঠাৎ দেখি রঙিন মুখোশ পেশ!
তবু খানিক সুযোগ দিলাম তাকে
ভেবে ছিলাম ফিরবে পথের বাঁকে
ভাবলে কি আর সত্যি সবই হয়?
ভিতর ঘরে রয়েছে সংশয়!
বুঝতে পারি সময় যত চলে
কেশিনাগের পথিক হলো বলে
দাঁড়ি পাল্লা রাখতে চেয়ে হাতে
লাট সাহেব চড়লো উল্টো রথে!
নাট্যশালার সেই যে হলো শুরু
রাস্তা এখন তার চেয়ে বেশী পুরু
এই কথাটাই বলার ছিলো আজ
বলতে পারো জাঁকিয়ে চলছে রাজ!
কে চায় বলো দাঁড়িয়ে থাকতে শেষে?
সব হিসাব ই পথের ধূলোয় মেশে।
--------------------------------------
২৩/৭/২৪-অবুঝ মন -