বিপদ সীমার উপর দিয়ে
বইছে যখন জল
কেউ বা দেখে ঘূর্ণি স্রোতের
ছলাৎ ছল ছলাৎ ছল!
ভাবছি না এই বানভাসী ঢেউ
এক নিমিষে কাড়তে পারে
তোমার আমার বাস্তুভিটার সকল সম্বল!
বলতে শুনি এইখানে যা
মন্দ তো নয়!
ওইখানে ঢেউ কম?
এসব স্রোতে ভিজতে গেলে
চাই যে বুকের দম।
এই যে আমরা
বিবেক বেচা হাটের ভিঁড়ে
যেমন করে দুহাত পেতে নিতেই শিখেছি!
বলতে পারো দৃষ্টিগোচর নজর কাড়া
এর চেয়ে ভালো কী?
ওই দেখো ওই ধ্যাং কুড়া কুড়,
তাক দুমা দুম
বাজছে কেমন বিজয় ঢাক
বলতে শুনি মা লক্ষ্মীর
ভাঁড়ার ভরা"শ্রী"য়ের গুণ!
শুনছে কজন চিচিং ফাঁক?
এই যে শুনুন--স্যমজে চলুন
যখন তখন ফাটতে ফারে নাক।
------------------------------------
২৬/৬/২৪-অবুঝ মন