যাক তবু দিব্য জ্ঞানেতে পিতামহ জাগছে
যেদিকে যত ভোট
নো ডাউট,সেদিকেই পাল্লাটা হেলছে।
একবার মাখো তেল
বুঝবে কে--কেমন ফুলে ফেঁপে উঠছে!
আর কী--এই ভেট চাইতো?
এখানেই মঞ্জিল লুকিয়ে
তারপর একদিন দেখবে
কখন যে হয়ে গেছো ফতুরের মতো তুমি নিঃস্ব!
হয়তো শুনবে কী আছে তোমার আর
ওই তো সেকেলে এক পেশে লটঝড় গল্প
পারবে কি সময়ের এক একটা দিক ধরে এগোতে?
পড়ে থাক পড়ে থাক ছিবড়া পড়ে থাক
যাওতো--এসবই নোংরা জঞ্জাল!
দূর হঠো দূর হঠো--দৃশ্যের বাইরে।
--------------------------------------------
-২০/৪/২৪-অবুঝ মন -