সুখের দরজা ভুলে
যারা আজ ছুটে চলে
ঝোপ ঝাড়,কাঁটা লতা গুল্মে
বুঝবে সময় কালে
বেসামাল ঢেউ তুলে
পাহাড় সমান কিছু দাঁড়িয়ে।
দুধ সাদা রঙ দেখে ভুলে যাই
ভাঁজে ভাঁজে সুকঠিন----
লড়াইয়ের রাস্তাটা প্রস্তুত!
সে সময় কনকন,ঝনঝন ---
কিছু নয় বললে কি চলবে?
থাকতে থাকতে গন্ডির সীমানা কতদূর
এটুকুও জানা চাই সকলের
চেনা মাটি,রোদ জল--
জানি না কতখানি হয়ে থাকে গন্ধ?
বুঝা যায় তখনই--
যখনি আমরাই হয়ে যাই অন্ধ।
-----------------------------------
১৫/১২/২৪-অবুঝ মন -