যতোটা কামিয়ে নিলে দীপনেভা আজন্ম কাঙালের সদগতি হয়
বোধহয় ততটা রক্ত ঋণ ছিলো না
আসলে নজীর বিহীন
কী করে বুঝবে বলো এতোটা পাতলা সেলাইয়ের ঘর
এবার ভাবো ঘৃণার এক একটি প্লট কতটা সফল?
বোকা চাঁদও ঘুনাক্ষরে জানতে পারলো না এ কেমন ফাঁদ!
সুতরাং আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো অবসন্ন মন
বেড়া আর দাগের উঠোন পানীয় নেশার মতোন
তবু বেঁচে থাকার এ এক অন্য লড়াই পণ
ভিতরের তোলপাড় আলোড়ন আমৃত্যু সংগ্ৰাম
বাইরে থেকে যা কখনো একেবারেই সম্ভব নয়,অচেনা সময়।
------------------------------------------
১১/১১/২৩-অবুঝ মন -