ভাবছো ভাবো হারিয়ে গেছি তোমার থেকে দূরে
জানলে না তো কেমন করে তোমার কাছে এসেছিলো ফিরে?
হারিয়ে যাওয়া সময় ঠেলে নতুন দিশার খোঁজে
লাজুক ঠোঁটে চুমুর মোচড় কেউ কী তেমন বোঝে?
এই যে সুখের খয়ার নাচন আর না জানুক লোকে
জেগে থাকা উচিৎ কি নয় তোমার চোখে মুখে?
আমি আছি থাকবো জানি এই পথেতেই একা
কে বা জানে বলতে পারো আর জীবনে হবে কী না দেখা?
এবার তুমি উড়তে পারো ইচ্ছে খুশি কল্পলোকের গল্পবুনে হাওয়াই দ্বীপে--
---------------------------------------- -১৭/৬/২৩-অবুঝ মন -