দিন বদলের পালা ঘিরে যখন তুমি এলে
কী দেখলে?কী এমন--?
কিছু তো চেয়েছিলে--কী এমন?
পুরোনো শিকড়টা সত্যি কি গেছে পচে?
না কী আবারো নতুন কোন ছক?খেলা ভাঙার খেলার?
বুঝি পড়েছে ধরা ঝরে যাওয়া স্বপ্নের গোঙানির স্বর?
তা সে যাই হোক না কেন
তুমি তো জানো হত্যার পথ আমি ধরি না কখনো
যদিও অনেকটা সময় জুড়ে থেকেছি নির্বাক!
কত বার দেখেছি চেয়ে--ঝরে যাওয়া পাতাগুলি ওড়ে এধার ওধার!
তবুও কথায় কথায় গোলাপের রঙিন জলসায়--
খেয়ালী পথের পথচলাতে একটুও বিশ্বস্ত হয়ে উঠতে পারিনি আজও --
এবার তুমি বলো এ কী মোর অপরাধ?
--------------------------------------------
১৩/৭/২৩-অবুঝ মন-