ঐই--কেমন--
তুমি তো আমার আর একটুও ভালবাসো না?
একথা এভাবে না ভেবে
সময়ের সাথে চলো,দেখবে পথ সমান্ত রাল।
তাছাড়া মানো আর না মানো
প্রেম প্রীতি ভালোবাসা এতোটা ঠুনকো নয়
শুধু চাই একটুকু বিশ্বাসী মন আর উজাড় হৃদয়।
দেখবে একদিন ঠিক,ঠিকক-ই খুঁজে পাবে হারানো সম্পদ
হতে পারে তা কিছুক্ষণ,কিংবা একদিন আবার অনন্তকালও---
এবার তুমি ভেবে দেখো দুমদাম তির নিক্ষেপণ কতটা সঠিক?
------------------------------------------২/৫/২৩-অবুঝ মন-