উড়ছে উড়ুক--সময় কি তা চায়?
একদিন না কী পাখিও বন্দি হয়!
পথের দাবী মানা সত্যি সহজ নয়?

বৃষ্টি যেমন পড়ে খরাও তেমন আসে
নিয়মটা যে বাঁধা
চলার পথে পাতা এতো গোলক ধাঁধা!

তবুও শুনি উষ্ণ প্রলেপ,এই তো এলাম চলে
বলেই ফুড়ুৎ---!দমকা হাওয়া বয়ে
রক্তাক্ত আঁচড় কাটে বুকের পাঁজরে।

এবার তুমি ভাবো ইচ্ছে খুশি যতো---
------------------------------------
-৬/৮/২৩-অবুঝ মন -