সত্যি সত্যি ওরা বলছে চোর
তাতে কী
তোমরা গায়ে একটুও না মাখলেই হলো
তাছাড়াও যদি ধরা পড়
আড়ে বাড়ে যতোদিন পারো কাটিয়ে দিও
আমি তো আছি না কী জনপ্রিয় নট্য কোম্পানির--
সবচেয়ে দারিদ্র্য শ্রেণীর মুদ্রা রাক্ষস!

না হয় খানিকটা নকুল দানা,গুড়,খই,বাতাসা--
এদিক ওদিক ছড়িয়ে দেবো
এই আর কী--দেখবে এতেই কেল্লা ফতে!
বলতে পারো হিরকের দরবারে
একেবারে ফ্রিতে হরির লুট নিতে চায় না কে?
এরপরে কে আর আটকাবে তোমাদের?

হয়তো মাঝে মধ্যে একটু টানাটানি না করলেই নয়
চিন্তা কোরো না ওটুকু না দেখালে উলুখাগড়ার দল সব বুঝে যাবে তলে তলে
মাইরি সত্যি বলছি,তাছাড়া বাদ বাকি সময় তোমাদের জামাই আদরের এতোটুকু হবে না ত্রূটি
এবার তোমরাই বলো আমার কম্পানি ছাড়া---এতো কম সময়ে সহজে এতো লাভ দেবে কে?
------------------------------------------
৪/৫/২৩-অবুঝ মন -.